প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল হামিদুল হক। সংস্থাটির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। আজ বুধবার সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাশেলুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ স্বাক্ষরিত আদেশ অনুসারে, ডিজিএফআই-এর বর্তমান ডিজি, তাবরেজ শামসকে তার পদোন্নতিতে ময়মনসিংহ সেনানিবাসে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন ( আর্টডক) কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) করা হবে। একই আদেশে সামরিক গোয়েন্দা সংস্থার পরবর্তী প্রধান হিসেবে বর্তমানে ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
হামিদুল হক ১৯৭০ সালের ২৩ জুন কক্সবাজারে জন্মগ্রহণ করেন। তিনি ঈদগাহ মডেল হাই স্কুল ও চট্টগ্রাম কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ভর্তি হন এবং জুন ১৯৯০ সালে কমিশন লাভ করেন।
কর্মজীবনে হামিদুল হক পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯৯ কম্পোজিট ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। তিনি সিয়েরা লিওন এবং দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছেন। হামিদুল হক পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ তম পদাতিক ব্রিগেড এবং খাগড়াছড়ি অঞ্চলের কমান্ডার ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দাদের সঙ্গে দেখা করে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর অবৈধ অস্ত্র সমর্পণ করার জন্য তাদের আহ্বান জানিয়েছিলেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।