ন্যাশনাল ডেস্ক: পণ্যের গুণগত মান বাড়িয়ে দেশের ভাবমূর্তি ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জানুয়ারি, ২০২২)সকালে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।
এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, রপ্তানি বাণিজ্য ত্বরান্বিত করার অন্যতম কৌশল পণ্য উন্নয়ন ও এর বাজার সৃষ্টি। প্রথমবারের মতো এই কেন্দ্রে মেলা আয়োজন দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে। এজন্য পণ্যের গুণগত মান বাড়িয়ে দেশের ভাবমূর্তি ধরে রাখতে হবে।
আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য-২০২২ ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় বসে প্রতিটি পণ্য বেসরকারিভাবে উন্মুক্ত করেছি। এমনকি মোবাইল ফোনও। কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছি। দেশ যাতে শিল্প-বাণিজ্যে এগিয়ে যেতে পারে, উৎপাদন বাড়াতে পারে, সেজন্য সব উদ্যোগ নিয়েছি।’
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা
সরকার প্রধান বলেন, ‘এক স্থানে স্থায়ীভাবে ঢাকা আন্তর্জাতিক মেলার ব্যবস্থা করেছি। এবারই এখানে প্রথম এত বড় আয়োজন হচ্ছে। তাই ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। আশা করি, ব্যবসায়ীরা এটা ঠিক করে নেবেন। এ মেলার ফলে পণ্যের চাহিদা জানা যাবে। পরিপ্রেক্ষিতে তা তৈরি ও বাজারজাতকরণের ধারণা পাওয়া যাবে। একইসঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সৌহার্দ্য ও বাণিজ্যিক সম্পর্ক বাড়বে।’
তিনি বলেন, ‘করোনায় ব্যবসা ঠিক রাখতে প্রণোদনা দিয়েছি। মহামারিকালেও দেশের অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছি। তবে কিছুটা ধাক্কা লেগেছে। সেটাও অতিক্রম করতে পারবো বলে বিশ্বাস করি।’