আইন ও অপরাধ ডেস্ক: নৌপথে ডাকাতিকালে ৪ জলদস্যুকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির নিকট মালয়েশিয়া প্রবাসী তার ছোট ভাই নাসির উদ্দিনকে নিয়ে তার বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে দস্যুতার শিকার হন। ছোট ভাই নাসিরউদ্দিনকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বড় ভাই আসমত আলী আগে থেকেই তোয়াজ-৪০ নামে একটি স্পিডবোট ভাড়া করে রাখেন।বিমানবন্দর থেকে আসমত আলী তার ছোটভাই নাসির উদ্দিনকে নিয়ে একটি মাইক্রোবাস ভাড়া করে নরসিংদী পুরাতন লঞ্চঘাটে পৌঁছান। সেখান ওই স্পিডবোটযোগে বাড়ির উদ্দেশ্যে রাত আনুমানিক ৩ টা ৩০ এর দিকে রওয়ানা করার মাঝনদীতে স্পিডবোটটি বন্ধ করে দেয় চালক । এর কিছুক্ষণ পরেই অন্য একটি স্পিডবোট এর মাধ্যমে ৩জন জলদস্যু আসমত আলির বোটে উঠে তাদের আঘাত করে মৃত্যুর ভয় দেখিয়ে তাদের সাথে থাকা মালামাল নিয়ে যায়।
এই ঘটনাটি করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি জানতে পারার সাথে সাথে জলদস্যুদের ধরার জন্য অভিযানে নামে। নৌ পুলিশ সদস্যরা স্পিডবোট তোয়াজ-৪০এর চালক শফিকুল ইসলাম কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে এই দস্যুতা সংঘটনে তার সংশ্লিষ্ট তার কথা স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। এরই সূত্র ধরে ঢাকাস্থ নৌ পুলিশের একটি চৌকস দল প্রযুক্তির সহযোগিতা নিয়ে তার সহযোগী রাহাত হোসেনকে নরসিংদী দত্তপাড়া এলাকা হতে এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়া জামে মসজিদ সংলগ্ন ওসমান গনি মার্কেটের লেপ তোষকের দোকান হতে সহযোগী মো. ইসমাইল হোসেন ও রিজভীকে গ্রেফতার করে। তাদের নিকট হতে খোয়া যাওয়া বিভিন্ন মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়। এর মধ্যে সোনার চেইন ০২টি,কানের দুল ০১জোড়া, আংটি-০১টি,রুপার ব্রেসলেট-০১টি,VIVO মোবাইল-০১টি, SAMSUNG মোবাইল-০১টি,HUAWEI মোবাইল-০১টি,গ্যালাক্সি ট্যাব-০১টি,হাতঘড়ি-০২টি,স্পিডবোট-০২টি, নগদ ৫০০০টাকা,ইরানী ১০,০০০ রিয়েল নোট -০১টি, মালয়েশিয়ান ১০রিঙ্গীত নোট- ০১টি,ভিয়েতনামের ৫০,০০০ডং নোট-০১টি,১০০০ডং নোট-০৬টি,১০০০০ ডং নোট-০২টি,৫০০০ ডং নোট-০৪টি,২০০ ডং নোট-০১টি,সিঙ্গাপুরের ১০ডলার নোট-০১টি, তুরস্কের ১০ লিরা নোট-০১টি ।
নরসিংদি মডেল থানায় ধৃত আসামি ০১। মোঃ শফিকুল ইসলাম ওরফে বাডি(২০),পিতা-মোঃ শরিফ,মাতা-মোছাঃ আছমা বেগুম,সাং-মরিছাকান্দি,থানা-বাঞ্ছারাম পুর,থানা+জেলা- ব্রাহ্মনবাড়িয়া০২।রাহাত হোসেন(২১),পিতা-মোঃ আনোয়ার হোসেন০৩।ইসমাইল হোসেন(২২)পিতা- মোঃ সাদেক মিয়া,মাতা- নাসিমা বেগম,উভয় সাং- পূর্ব দত্তপাড়া, থানা+জেলা-নরসিংদি ০৪।রিজভি মিয়া(২০)পিতা-মোঃবিল্লাল মিয়া,মাতা-অ্যানি বেগম,সাং-আলোকবালি,বর্তমান সাং- পূর্ব দত্ত পাড়া,থানা+জেলা-নরসিংদি এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নৌপথে দস্যুতা করাকালে গৃহীত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে দ্রুততম সময়ে লুন্ঠিত মালামাল সহ আসামি গ্রেফতার করায় অভিযোগকারীর পরিবারসহ নরসিংদীর স্থানীয় জনগণ নৌ পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।
অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি জনাব মো. শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম বলেন,”নৌ পথ অপরাধমুক্ত রাখতে ও নৌ যাত্রীদের নিরাপত্তা বিধানে নৌ পুলিশ কাজ করছে।নৌ পুলিশ তার কাজের মাধ্যমে প্রবাসী নাসিরউদ্দিনের মতো নৌ পথ ব্যবহারকারী সকলের কাছেই আজ অত্যন্ত নির্ভরতার জায়গা তৈরি করতে পেরেছে।”তিনি নৌ পথ অপরাধ মুক্ত রাখতে নৌ পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
নৌপথে ডাকাতিকালে ৪ জলদস্যুকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ
অপরাধ জগত
0 Views