আইন ও আদালত ডেস্ক, আজনিউজ২৪: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি সাজু, সোহাগ ও রাসেলকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে আসামিদের আদালতে হাজিরের পর রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত সাজুকে ৬ দিন, রাসেল ও সোহাগকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়াও এক বছর আগে ধর্ষনের অভিযোগ এনে দেলোয়ার ও তার সহযোগী কালামকে আসামি করে আরও একটি মামলা করেছেন এই নারী।
বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ভাইরালের ঘটনায় গতরাতে সোহাগ ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৮ জন। সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর