নোয়াখালীতে ধারাবাহিক প্রবল বর্ষনে বিপর্যস্ত জনজীবন, দূর্ভোগ কাটাতে জনগনের পাশে দাঁড়ানোর জন্য নেতা কর্মীদের প্রতি ৬ নির্দেশনায় জেলা বিএনপির আহবান। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জেলা বিএনপি’র (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এমন তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, টানা কয়েকদিনের বৃষ্টিতে নোয়াখালী জেলার অধিকাংশ এলাকা জলাবদ্ধতার কারনে প্লাবিত হয়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শ্রমজীবী সাধারন মানুষ হয়ে পড়ছে কর্মহীন। এমতাবস্থায় সাধারন মানুষের পাশে দাঁড়ানোর জন্য নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ নিজ দলের নেতাকর্মীদের প্রতি দিয়েছেন ৬ নির্দেশনা। সকলকে নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন তারা। জেলা বিএনপি নেতৃবৃন্দ নেতাকর্মীদের প্রতি যে ৬ নির্দেশনা দিয়েছেন:
* দলীয় নেতা-কর্মীগন স্বেচ্চা শ্রমের মাধ্যমে ড্রেনেজ সংস্কারে কাজ করবে । সংশ্লিষ্ট এলাকা সমূহে সম্মিলিত ভাবে এ প্রচেষ্টা গ্রহন করতে হবে।
* ঘরবাড়ী পানিবন্দি হলে প্রয়োজনে তাদেরকে স্থানীয় স্কুল অথবা সাইক্লোন সেন্টারে নিতে সহযোগীতা করতে হবে।
* এলাকা সমুহে খালের মধ্যে অপ্রয়োজনীয় বাঁধ অপসারনে প্রশাসনকে সহযোগীতা করতে হবে ।
* নিম্নবিত্ত কর্মহীন শ্রমজীবী মানুষকে সহায়তা প্রদানের প্রচেষ্টা গ্রহন করা।
* দূর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করা ।
* উপকূল অঞ্চলে নদীভাঙ্গন কবলিত এলাকায় সাধারন কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে ।
উল্লেখ্য, মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে নোয়াখালীতে প্রবল বৃষ্টিপাতে জেলার বেশির ভাগ সড়ক ও অলিগলির রাস্তাঘাট ডুবে গেছে এবং বাসা বাড়িতে ঢুকে গেছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে পানি আটকে থেকে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এর মধ্যে ফেনীর মহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা।