৩৮ রানেই ৭ উইকেট দফারফা হয়ে গিয়েছিল মুলতান টেস্টের শুরুতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের। নোমান আলীর হ্যাটট্রিকে তখন শঙ্কা উঁকি দিচ্ছিল পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন ৫৩ রানে অলআউট হওয়ার রেকর্ডকেও। তবে সেই শঙ্কা শেষ পর্যন্ত উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়দের শেষের লড়াই। গুদাকেশ মতি, কেমার রোচ ও জোমেল ওয়ারিকানদের লড়াইয়ে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমেছে ১৬৩ রানে।
এদিন ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যের কারিগর পাকিস্তানের স্পিনার নোমান আলী। একাই তুলেছেন ৬ উইকেট। অন্যদিকে শেষদিকে পাকিস্তানকে ভোগানো মতি ৫৫, রোচ ২৫ ও ওয়ারিকান অপরাজিত ছিলেন ৩৬ রানে।
তার আগে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছেন নোমান। ইনিংসের ১২তম ওভারে বল হাতে এসে পরপর তিন বলে নোমান সাজঘরে ফেরান ক্যারিবীয় ব্যাটার জাস্টিন গ্রেভেস, টেভিন ইমলাস ও কেভিন সিনক্লিয়ারকে। আর তাতেই প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
টেস্টে পাকিস্তানি বোলারদের মধ্যে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। আগের পাঁচটিই ছিল পেসারদের। পেস-নির্ভর পাকিস্তানের মাটিতে স্পিনার হিসেবে নোমানের এটি তৃতীয় হ্যাটট্রিক।