ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপাল ও ভারতে টানা কয়েকদিনের বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২০৮ জনে। নিখোঁজ আছেন বহু মানুষ।
চার দিন ধরে নেপালের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০১ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ আছেন ৪১ জন। এদের অনেকেরই প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুর্গত এলাকা পরিদর্শনে ত্রাণ ও পুনবার্সন কার্যক্রম দ্রুত করার নির্দেশ দেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।
এদিকে ভারতে বন্যা-ভূমিধসে কেরালায় ৪২ ও উত্তরাখণ্ডে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডে নিখোঁজ এখনো ১১ জন।
আগামী কয়েকদিন দুই রাজ্যেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলছে আবহাওয়া দপ্তর।