ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: নেপালে ব্যাংক জালিয়াতি ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ ১শ’ ২২ চীনা নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এতথ্য নিশ্চিত করেছেন দেশটির পুলিশ প্রধান উত্তম সুবেদি। পুলিশ প্রধান বলেন, তারা সাইবার অপরাধ এবং ব্যাংকের ক্যাশ মেশিন হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে পাসপোর্ট ও ল্যাপটপ। আরো সন্দেহভাজনদের ধরতে চীনা পুলিশ সাহায্য করার কথা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে, একসাথে এত বিদেশি নাগরিককে আটক করা হয়নি। গেল সপ্তাহে অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনে ৩৪২ জন চীনা নাগরিককে আটক করে দেশটির পুলিশ।