নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শুক্রবার (২৩ আগস্ট) দেশটির তনহু জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বাসটি ৪১ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ১৪ জন নিহত এবং ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে নেপালের সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
জানা গেছে, বাসটি ভারতের উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। এরপর পোখরা শহরের একটি রিসোর্টে উঠে ছিলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে বাসটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল। পথে মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি নেপালে সড়ক দুর্ঘটনা বেড়েছে। দেশটিতে ভারী বৃষ্টিতে পাহাড়ের পিচ্ছিল রাস্তা ও দুর্যোগপূর্ণ আবহাওয়াকে এর জন্য দায়ী করা হচ্ছে। চলতি বর্ষার মৌসুমে নেপালে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি, এএনআই