ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪ : নেপালের সিন্ধুপালচক জেলায় রবিবার সকালে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
সিন্ধুপালচক জেলা পুলিশের মুখপাত্র গণেশ খানাল সিনহুয়া’কে জানান, ‘৩২ জন যাত্রী নিয়ে কালিনচক থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সানকশি নামক এলাকায় বাসটি সড়ক থেকে কয়েকশ মিটার নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এতে ১২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্য দু’জন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।’
আহতদের নিকটকর্তী স্থানীয় হাসপাতাল ও কাঠমান্ডুতে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
দুর্ঘটনায় কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
অতিরিক্ত জনাকীর্ণ যানবাহন, দুর্বল রক্ষণাবেক্ষণ করা রাস্তাঘাট ও সরকারি যানবাহনের স্বল্পতা নেপালে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নেপাল পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত ১০ বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ২২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।