শুরুটা ভালো ছিল না অনূর্ধ্ব-১৬ দলের। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরে গিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা জাগিয়ে তুলেছে সাইফুর রহমান মনির শিষ্যরা।
আজ (সোমবার) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে নেপালকে। বাংলাদেশ দুই ম্যাচে একটি জয় নিয়ে গ্রুপপর্বের খেলা শেষ করলো। তবে বাংলাদেশের ভাগ্যে কি আছে তা নির্ভর করছে ভারত ও নেপালের শেষ ম্যাচের ওপর।
আগামী ৬ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে নেপাল না জিতলেই ভারতের সঙ্গে সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।
৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে খেলছে। অন্য গ্রুপের তিন দল হচ্ছে-পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।