নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী সদরের মালনী আশ্রয়ণ কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তারসহ অন্যদের নিয়ে ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দেন তিনি।
নদী ভাঙনের কবলে পড়া মগড়া পাড়ের পরিবারগুলোতেও দেয়া হয়েছে ত্রাণ সামগ্রী। আজ এ পর্যন্ত জেলায় মোট ২০১ মেট্রিকটন চাল ২ হাজার ১০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও ৫ হাজার পরিবারে মাঝে নগদ ৬ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
এদিকে মদন উপজেলার তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে গড়ে উঠা কর্মজীবী স্বপ্নছোঁয়া নামের সংগঠনের ১২০ জনের মধ্যে চাল ও ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি অনন্যা হিজরা জানান, তারা এলাকায় ভিক্ষাবৃত্তি করে দিনপাত করতেন। কিন্তু এখন কাজ বন্ধ থাকায় তাদের ঘরে খাওয়ার ছিলো না। পরবর্তীতে স্থানীয়ভাবে প্রশাসন এগিয়ে না আসায় তিনি জেলা প্রশাসককে সরাসরি মোবাইলে ফোনে বিষয়টি অবগত করেন।
পরে জেলা প্রশাসক ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়ার দায়িত্ব দেন ইউএনওকে।
তবে তিনদিন ঘুরিয়ে সবাইকে ১০ কেজি চালের স্থলে ৯ কেজি করে দেন। পুনরায় জেলা প্রশাসক মঈনউল ইসলামকে জানালে তিনি আবার এক হাজার টাকা করে সবাইকে দিয়েছেন বলে জানান তিনি।