নেত্রকোনা প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কলমাকন্দায় গোমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস।
তবে ট্রলারে কতজন যাত্রী ছিলো বা এ ঘটনায় কত জন নিখোঁজ রয়েছে তা এখনো জানা যায়নি।
বিস্তারিত আসছে… সূত্র : সময় টিভি
এরআগে, মদন উপজেলার মিনি কক্সবাজার হিসেবে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে গত মাসের ৫ আগস্ট (বুধবার দুপুরে) রাজালীকান্দা হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে কমপক্ষে ১৭ জনের সলিল সমাধি হয়েছে। এ ঘটনায় একজন এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের সবার বাড়ি ময়মনসিংহ জেলা সদরের চরাঞ্চল কোনাপাড়া ও চর খরিচা গ্রামে। এরা সবাই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী। এদের মধ্যে ৮ জন একই পরিবারের সদস্য।
নেত্রকোনা জেলার মদন উপজেলার তেলিখালি মাদ্রাসা পরিচালক মাওলানা শফিকুর রহমানের আমন্ত্রণে আনন্দ ভ্রমণে গিয়ে ময়মনসিংহ সদরের কোনাপাড়া গ্রামের মারকাজুল সুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকরা এই দুর্ঘটনার কবলে পড়েন। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ১৭ জনের প্রাণহানি ঘটে।
নৌকাডুবির ঘটনায় নিহতদের আটজন কোনাপাড়া গ্রামের মারকাজুল সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমানের পরিবার সদস্য। তিনিসহ সবার সলিল সমাধি হয়েছে। নিহতদের বাকি দুজন তাদের প্রতিবেশী এবং অন্যদের বাড়ি কোনাপাড়া ও চর খরিচা গ্রামে। সূত্র: বাংলা ট্রিবিউন