নীলফামারীর ডোমারে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ডোমার থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে।
ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
নীলফামারীর ডোমারে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেফতার
মো:রেজাউল করিম রঞ্জু,নীলফামারী.
রাজনীতি
6,542 Views