জানা অজানা ডেস্ক: নীলকান্ত মনিখচিত ১৪০০ বছরের প্রাচীন স্বর্ণের রিংয়ের সন্ধান পাওয়া গেছে। বিশ্বের সর্ববৃহৎ ওয়াইন কারখানায় এ রিংয়ের সন্ধান মেলে। পুরাকীর্তি কর্তৃপক্ষের নেতৃত্বে সেন্ট্রাল ইসরায়েলের শহর ইয়াভনেতে খনন করার সময় এই মহামূল্যবান রিংয়ের সন্ধান পাওয়া যায়।
বিশ্বের বৃহত্তম এই ওয়াইন কারখানা প্রতিষ্ঠার পর ২০ লাখ লিটার করে প্রতি বছর ওয়াইন উৎপাদন করা হতো।
সপ্তম শতাব্দীতে এই ধরনের রিং বা আংটি ধনী ব্যক্তিরা ব্যবহার করত এবং এর দ্বারা বোঝা যাচ্ছে তৎকালীন সময়ে এই ধরনের কারখানায় সম্পদশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত হতো।
ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ এটি খুঁজে পাওয়ার পর ফেসবুকে পেজে এর তথ্য ও ছবি শেয়ার করে।
তারা আরও বলছে, ধর্মীয় গ্রন্থ বাইবেলে ১২ ধরনের পাথরের কথা হয়েছে। এটি মূলত সেই ১২ ধরনের পাথরের মধ্যে একটি পাথর হতে পারে।
ইসরায়েলের একজন জুয়েলারি বিশেষজ্ঞ ড. আমির গোলানি বলেন, এই ধরনের আংটি মূলত সম্পদশালী ব্যক্তিরাই পরিধান করত। এটি হয়তো কোনো ধনী ব্যক্তির আংটি ছিল।
এটি নারী ও পুরুষ উভয়ই পড়তেন বলে আমির গোলানি দ্য টাইমস অব ইসরায়েলকে জানান।
যাই হোক এই আংটি বাইজেন্টাইন এবং ইসলামি যুগের মধ্যবর্তী সময়ের মধ্যে হতে পারে। আংটিটি ১৪শ’ বছরের পুরনো।
বাইজেন্টাইন সাম্রাজ্য অথবা বাইজান্টিয়াম শব্দটি ঊনবিংশ শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিকভাষী রোমানদের দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কন্সটান্টিনোপলকে কেন্দ্র করে। যারা বর্তমান নাম ইস্তাম্বুল।
সূত্র: ডেইলি মেইল