মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে রোপোর সুদ ৭ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলার থেকে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ইতোমধ্যে নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত পুনর্গঠিত মনিটারি পলিসি কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওভারনাইট রেপো নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগে যা ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। পাশাপাশি নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ ধার্য করা হয়েছে। আগে যা ছিল ৯ দশমিক ২৫ শতাংশ।
এছাড়া নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৫ দশমিক ৭৫ শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগে তা ছিল ৫ দশমিক ২৫ শতাংশ। আগামী ২৭ নভেম্বর এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
ফলে গ্রাহক পর্যায়ে স্মার্টের সঙ্গে যোগ হবে ৩ দশমিক ৭৫ শতাংশ। আগে যা ৩ দশমিক ৫০ শতাংশ ছিল। এতে গ্রাহক পর্যায়ে সুদহার আরও বাড়বে। এর আগে গত ৫ অক্টোবর রেপো ও স্পেশাল রেপোর সুদ ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক।