অস্ট্রেলিয়া আগামী নির্বাচনে সহায়তা করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সিইসি এই কথা জানান।
বৈঠকের পর সিইসি জানান, অস্ট্রেলীয় হাইকমিশনার নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার বিষয়ে জানতে চেয়েছেন। নির্বাচনে সহায়তা করতে চেয়েছে অস্ট্রেলিয়া।
এসময় ইসির হাতে থাকা বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিইসি। বিকেলে সীমানা পুনঃনির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি ও ভোটকেন্দ্র স্থাপন নিয়ে ইসিতে বৈঠক হবে বলেও জানান তিনি।