বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ একটি নিরপেক্ষ নির্বাচন দেয়া। আমরা আশা করি তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচনে আমরা জয়ী হলে রাষ্ট্রকে পুনর্গঠন করব।
শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুর্নগঠনের কাজ করবে বিএনপি। বিএনপিই একটি মাত্র দল যারা নিজ দলের নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেবে।
অন্য রাজনৈতিক দলে সঙ্গে আমাদের এইটাই বড় পার্থক্য- বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।