হেল্থ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ও ফ্যান নিজ হাতেই বন্ধ করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একইসঙ্গে তিনি এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ১ ও ২ -এর প্রতিটি ফ্লোরের প্রতিটি কক্ষের চিকিৎসাসেবা ব্যবস্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ঘুরে ঘুরে দেখার সময় তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপাচার্য বিভিন্ন বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও সেবাগ্রহীতা রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময় তিনি রোগীর ব্যবস্থাপত্রে ওষুধের জেনেরিক নাম স্পষ্ট অক্ষরে লেখার নির্দেশনা দেন। পাশাপাশি রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর, পূর্ণাঙ্গ নাম, পদবী ও বিভাগের নাম সংবলিত সিল দেওয়ার নির্দেশনা দেন ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, সহকারী প্রক্টর অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, অঙ্কোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, জেনারেল সার্জারি (সার্জিক্যাল অনকোলজি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. বেলাল হোসেন সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ।