ফরিদগঞ্জ প্রতিনিধি : নিজ বাসভবনের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন চাঁদপুর ফরিদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাহাবুদ্দিন সঊদ। এরআগে, তিনি ফরিদগঞ্জ ডায়বেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে রোববার (১০ মে) দুপুর ১২টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। সাহাবুদ্দিন সঊদ দীর্ঘদিন ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
সাহাবুদ্দিন সঊদ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নূরন্নবী নোমানের শ্বশুর। তার মৃত্যুতে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাদ আসর মরহুমের নিজ গ্রামের বাড়ির পিতা-মাতার কবরের পাশে দাফন হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।