স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: করোনাকালে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় নিজ নিজ দেশের আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার অনুমতি দিয়েছে আইসিসি। এটা নিয়েই বাংলাদেশে তৈরি হয়েছে সমস্যা। এদেশে তো এলিট প্যানেলের কোনো আম্পায়ারই নেই! তাহলে উইন্ডিজ সিরিজে কী হবে? অনেক বছর ধরে টেস্ট ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হয় যাতে ম্যাচে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। কিন্তু সমস্যা হয়েছে আইসিসির নতুন নিয়মে।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ দল এখন ঢাকায়। আম্পায়ারিংয়ের সমস্যা সমাধানে এগিয়ে এসেছে আইসিসি। তারাই আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন এ দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আম্পায়ার হিসেবে এলিট প্যানেলের রিচার্ড কেটেলবোরোকে পাঠাবে আইসিসি। এছাড়া ম্যাচ অফিসিয়াল হিসেবে পাঠানো হবে ইংল্যান্ডের হেনরি চার্লস এলিসন এবং কলিন স্টুয়ার্ট টেনান্টকে।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘আমাদের কোনো আইসিসি এলিট আম্পায়ার নেই। এছাড়া কোনো এমার্জিং আম্পায়ারও নেই। তাই আইসিসি দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য এলিট প্যানেলের আম্পায়ার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তার সঙ্গে একজন স্থানীয় আম্পায়ারের টেস্ট অভিষেক হতে পারে।’ এক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিনের একটা বাধ্যবাধকতা আছে। সমস্যা সমাধানে সরকারের কাছে ৩ দিনের কোয়ারেন্টিনের আবেদন করেছে বিসিবি। সূত্র : দৈনিক কালের কণ্ঠ