বাবা কিংবদন্তি অভিনেতা কমল হাসান, মা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সারিকা। তারকাসন্তান হিসেবে আলাদা সুবিধা পেয়েছেন, তবে নিজস্ব পরিচয়টা নিজেই গড়ে তুলেছেন শ্রুতি হাসান। এখন তিনি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সামনে মুক্তি পাচ্ছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’। এ মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত শ্রুতি, পাশাপাশি নিজের ভাবনা আর জীবনদর্শন নিয়েও খোলামেলা কথা বলছেন তিনি। বরাবরই স্বাধীনচেতা শ্রুতি। পর্দার ভেতরে যেমন, তেমনি পর্দার বাইরেও একজন শক্তিশালী নারীর ভূমিকায় নিজেকে তুলে ধরেন। ‘নবভারত টাইমস’-এ দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নারী বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছেন তিনি। বললেন, ‘নারীদের নিয়ে দ্বিমুখী আচরণ আমাকে ভাবায়। পুরুষেরা নিজের মত স্পষ্টভাবে বললে তাকে বলা হয় আত্মবিশ্বাসী, আর মেয়েরা বললেই বলা হয় অহংকারী। মেয়েদের সমালোচনা যেন খুব সহজ! ছেলেরা যা করলে বাহবা পায়, মেয়েরা একই কাজ করলে সমাজ আঙুল তোলে। এটা মেনে নেওয়া যায় না।’
তবে শ্রুতির মতে, ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তনের কিছুটা আভাস মিলছে। ‘গত কয়েক বছরে অনেক কিছু বদলেছে, বৈষম্য কিছুটা কমেছে। তবে এখনো মানসিকতায় যথেষ্ট পরিবর্তন আসেনি। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আমাকে কমেন্ট করে লেখা হয়, “আর কত দিন কাজ করবেন? এবার বিয়েটা সেরে ফেলুন।” কোনো পুরুষ অভিনেতার ক্ষেত্রে তো কেউ এমন কথা বলে না! কেউ তো সালমান খান বা প্রভাসকে বিয়ে করতে বলেন না। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।’
সোজাসাপটা মনোভাবের জন্য নিজের মধ্যে বারবার বাবার ছায়া খুঁজে পান শ্রুতি, ‘বাবার মতো আমিও সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। তিনি সত্য বলার জন্য অনেক ভুগেছেন, কিন্তু সেটার মধ্যেই একধরনের স্বাধীনতা আছে। আমরা কেউই “হ্যাঁ-মানুষ” হতে পারি না। সবাইকে খুশি করার চেষ্টায় আমরা বিশ্বাস করি না। আমরা চাই সততার সঙ্গে বাঁচতে।’
বাবা কমল হাসানকে নিয়ে শ্রুতি বলেন, ‘পিতাজি একজন বড় সুপারস্টার, কিন্তু তাঁর মধ্যে বিনয়, মানবিকতা আর শিল্পবোধ অসাধারণ। উনি ভাবেন না সমাজ কী বলবে কিংবা বক্স অফিসে কী ফল হবে। উনি শিল্পী হিসেবেই ভাবেন, আমিও সেই ভাবনাতেই বিশ্বাসী।’
বাবার ছায়া থেকে বেরিয়ে আসার প্রশ্নে শ্রুতি জানান, ‘আমি সব সময় নিজের মতো কিছু করতে চেয়েছি। অবশ্যই “হাসান” পদবির কারণে কিছু দরজা খুলেছে, কিন্তু আমার মা–বাবা কাউকে ফোন করে কখনো আমার জন্য কাজ চাননি। আমি শুরু থেকেই আর্থিকভাবে স্বনির্ভর। তাই ধীরে ধীরে মা–বাবার ছায়া থেকে বেরিয়ে এসেছি। আজ আমি সেই ছায়াকে আলো হিসেবে দেখি।’ শ্রুতি ছাড়াও ‘কুলি’ ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত, নাগার্জুন ও সত্যরাজ। ছবিটি ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে মুক্তি পাচ্ছে হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি অভিনীত ‘ওয়ার ২’। বলার অপেক্ষা রাখে না, দুই ছবির মধ্যে বক্স অফিসে দারুণ টক্কর হবে।