বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: নিউ ইয়র্কে স্ত্রীসহ মারণব্যাধী করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ‘ইতিহাস’ খ্যাত অভিনেতা কাজী মারুফ। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তার বাবা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত।
শনিবার রাত সোয়া দশটার দিকে মুঠোফোনে কাজী হায়াত বলেন, আমার ছেলে তার স্ত্রীসহ দীর্ঘদিন ধরেই নিউ ইয়র্কে আছেন। আপনারা সবাই জানেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সেখানকার অবস্থা খুব নাজুক। এই শহরে করোনায় আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে মারুফের জ্বর, গলা ব্যথাসহ করোনার সকল উপসর্গ দেখা দিয়েছে।
এই নির্মাতা বলেন, মারুফের আগে শুক্রবার (২৭ মার্চ) থেকে তার স্ত্রীর অবস্থা বেশি খারাপ। প্রচণ্ড জ্বর, গলা ব্যথা, প্রচুর ডায়েরিয়া তার। তারা দুজন ই এখন দুটি আলাদা রুমে আইসোলেশনে আছেন। তাদের দুটি বাচ্চা আছে। করোনা যেহেতু ছোঁয়াচে একটি রোগ, তাই বাচ্চারা তাদের মামার সাথে অন্য আরেকটি রুমে আছেন।
করোনা বিস্তার রোধে বহু আগেই নিউ ইয়র্ক শহর লকডাউন করা হয়েছে। তবু এরমধ্যে পরশু বাজারে গিয়েছিলেন মারুফের স্ত্রী। ধারণা করা হচ্ছে, বাজারে যাওয়ার ফলেই করোনাভাইরাসটি বহন করেন তিনি। কারণ এরপর থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে।-এমন আশঙ্কা কাজী হায়াতের।
শনিবার সন্ধ্যার পর মারুফের সঙ্গে কথা হয়েছে বাবা কাজী হায়াতের। তিনি বলেন, মারুফ আমাকে জানালো, তার অবস্থা এখনও খুব খারাপ হয়নি। তিন চার দিন পর্যবেক্ষণে থাকলে বিষয়টি পুরোপুরি বোঝা যাবে। এমন অবস্থায় তো আসলে কারো কিছু করার নেই। তাই সকল ভক্ত অনুরাগীদের কাছে দোয়া চাই। যেন মারুফ ও তার স্ত্রী করোনা মোকাবেলা করে সুস্থ হয়ে উঠেন।
এখন পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লক্ষ ১২ হাজার ৫৬০ জন। আর মৃত্যু হয়েছে ১৮৭৮ জনের। এরমধ্যে নিউ ইয়র্কের অবস্থা ভয়াবহ। এই শহরে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ৭২৮ জনের।
গত ২৪ ঘন্টায় নিউ ইয়র্কে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৬ জন, আর মৃত্যু হয়েছে ১২২ জনের! সূত্র : চ্যানেল আই