স্পোর্টস ডেস্ক: কোভিড-১৯ করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে যাওযা বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটার। ফলে লিংকনের ইউনিভার্সিটি মাঠে মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে অনুশীলনে বাধা নেই টাইগারদের।
দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ ক্রিকেটাররা বাইরে ঘুরে বেড়াতেও পারবেন। এর আগে দুই ভাগে ভাগ হয়ে দীর্ঘ ১০ দিনের কোয়ারেন্টিন কাটান মুমিনুল হকরা।
স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেলে সিরিজ হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। অবশেষে সব ধোঁয়াশা উড়ে গেলো। ফলে নির্ধারিত সময়েই গড়াবে খেলা।
আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
সিরিজের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা বাংলাদেশের। কর্মকর্তারা বলছেন, অনুশীলন ম্যাচগুলো ছাড়া সরাসরি টেস্ট খেলা কঠিন।
এর আগে বাংলাদেশ দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বলেছিলেন, ‘আমরা এখন দুই দলে ভাগ হয়ে থাকছি। একে অপরের সঙ্গে প্রতিদিন দুই বা তিনবার দেখা করতে পারি। এসময় সামাজিক দূরত্ব বজায় রাখি। সতীর্থদের মুখ দেখতে সবসময় ভালো লাগে। এবার ভালো কিছুর আশা করছেন সবাই।’