স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টের তৃতীয় দিনে ১১৫ ওভারে দলীয় তিনশ পার করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই মাহমুদুল হাসান জয় আর মুশফিকুর রহিমের বিদায়ে যে চাপে পড়েছিল সফরকারীরা, সেখান থেকে উদ্ধার করেছেন মুমিনুল হক আর লিটন দাস জুটি। শতরানের জুটিতে দুজনই তুলে নিয়েছেন নিজেদের ব্যক্তিগত অর্ধশতক।
এই প্রতিবেদন লেখার সময়ে এরই মধ্যে ৫০ রান করে ফেলেছেন লিটন। অন্য প্রান্তে মুমিনুল অপরাজিত ৬১ রানে। এরই মধ্যে জুটিতে ১০২ রান হয়ে গেছে। বাংলাদেশের রান এই মুহূর্তে ১১৮ ওভারে ৪ উইকেটে ৩০৪, নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে আর ২৪ রানে।
উল্লেখ্য, এর আগে দিনের শুরুতেই ফেরেন আগের দিনে অপরাজিত থাকা জয়। ৭৮ রান করে আউট হন নেইল ওয়্যাগনারের বলে। এরপর ১৯ রানের ব্যবধানে ফিরেছেন মুশফিকুর রহিমও। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ৫৩ বলে ১২ করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড
নিউজিল্যান্ড ৩২৮/১০ (ডেভন ১২২, নিকোলস ৭৫; শরিফুল ৩/৬৯, মিরাজ ৮৬/৩)
বাংলাদেশ ৩০৪/৪ (১১৮ ওভার) (জয় ৭৮, মুমিনুল ৬১*, লিটন ৫১*; ওয়্যাগনার ৩/৭২)