স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: নিউজিল্যান্ডের কাছে ১৬৪ রানে হেরে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে হারলো ১৬৪ রানের বড় ব্যবধানে। কিউইদের দেয়া ৩১৯ রানের পাহাড়সম টার্গেটে ১৫৪ রানে অলআউট হয় তামিমরা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩১৮ রানের বড় স্কোর পায় নিউজিল্যান্ড। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে ১২৬ রান ডেভন কনওয়ের। আর ৯২ বলে শতক হাঁকান ড্যারিল মিচেল। তিন উইকেট রুবেল হোসেনের।
জবাব দিতে নেমে ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। শুরুটা করেন ম্যাট হেনরি। একে একে ফেরান তামিম ইকবাল, লিটন দাস ও সৌম্য সরকারকে। মিথুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসানরাও ব্যর্থতার পরিচয় দেন।
এর মাঝে একমাত্র ব্যতিক্রম ছিলেন মাহমুদুল্লাহ। বাকিদের আসা যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে সর্বোচ্চ ৭৬ রানে অপরাজিত ছিলেন ক্রাইসিস ম্যান।
রোববার হ্যামিল্টনে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।
সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর