বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: নারী ক্ষমতায়ন নিজেকেই অর্জন করতে হবে বলে মনে করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষমতায়ন বিষয়টা নিজের মধ্যে থেকেই আসে। আপনি কোনো পুরুষের কাছে নিজের ক্ষমতায়নের আর্জি করতে পারেন না। আপনার নিজেকেই এটা অর্জন করতে হবে।’ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দেবী’ নিয়ে ভারতীয় গণমাধ্যম ‘স্পটবয় ই’ কে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এই প্রতিভাবান শিল্পী।
তিনি বলেন, ‘নারী-পুরুষের পার্থক্য না করার শিক্ষাটা আমাদের সন্তানদের থেকেই শুরু করা উচিত। যেমন প্রথমে আমি আমার ছেলেকে শেখাবো যে তার মাকেও কাজের জন্য বাইরে যেতে হয়। যাতে পরবর্তীকালে ও যখন বড় হবে, তখন ওর স্ত্রীকেও ওই একইভাবে দেখতে ওর কোনও সমস্যা হবে না। ও যেন ছোট থেকেই বুঝতে শেখে যে এটাই স্বাভাবিক। আর তাতে ওর মনের মধ্যে কোনও বাধা-নিষেধ তৈরি হবে না।’
ঘর-সংসার সামলানো শুধু নারীদের দায়িত্ব নয় উল্লেখ করে কাজল বলেন, পরিবারে তাদের কোনও ভূমিকা নেই এই ভাবনাটা ভাবা নারীদেরই বন্ধ করতে হবে। আমরা এই সমাজে এক্কেবারেই পরজীবী সদস্য নই। নারীদের দায়িত্ব শুধু ঘর-সংসার সামলানো নয়। আবার নারীরাই শুধু বাড়িতে রোজগার করে আনবে তেমনটাও নয়।’
প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় কাজলের অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দেবী’। এর মূল বিষয়বস্তুতেই রয়েছে নারী। ইতোমধ্যেই ১ কোটিরও বেশি মানুষ এই ছবিটি দেখে ফেলেছেন।
ছবিটিতে রয়েছে একটি কামরায় আটকে পড়া নয়জন নারীর গল্প। পরিচালক প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় হিন্দি ছবির বর্তমান ও আগের প্রজন্মের সেরা নয়জন অভিনেত্রীকে নিয়ে তৈরি করেছেন এই স্বল্পদৈর্ঘ্যের নারীকেন্দ্রিক ছবি।
কাজল ছাড়াও ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, শ্রুতি হাসান, নীনা কুলকার্নি, মুক্তা বার্ভে, শিবানী রঘুবংশী, যশস্বিনী দয়ামা, সন্ধ্যা মাত্রে ও রমা জোশি। সূত্র: জি নিউজ