নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে আরো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা এবং মানিকগঞ্জের তাবলীগ জামাত থেকে ফিরে গতকাল শনিবার (৪ মার্চ) নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় মেয়ের বাড়িতে এসে উঠেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রাতে আইডিসিআর নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। রোববার দুপুরে তার করোনা টেস্টের রিপোর্টে পজেটিভ শনাক্ত হয়।
এ খবর পেয়ে দুপুর দুইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী, ফতুল্লা থানার ওসি আসলাম হোসেনসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ঘটনাস্থলে যান। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ হ্যান্ড মাইকে স্বপ্নানীড় নামের ওই বাড়ির লোকজনকে সতর্ক করে দেন। সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বাড়ির আটটি পরিবারসহ আশপাশের আরো দুইশ’ পরিবারকে লকডাউন ঘোষণা করেন।
সদর ইউএনও নাহিদা বারিক জানান, (মো. বাকী নামের) করোনায় আক্রান্ত ব্যক্তিকে আইডিসিআর এর তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের নির্দেশনা অনুযায়ী, বাড়িটিসহ ২০৮ পরিবারকে লকডাউন করা হয়েছে। লকডাউনে থাকা এই পরিবারগুলোর খাবারসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপজেলা প্রশাসন সরবরাহ করবে। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে বাড়িটির আট পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করা হবে।
এই লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ ইতিমধ্যে সব রকম প্রক্রিয়া শুরু করেছে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী। সূত্র: সময় টিভি