নারায়ণগঞ্জ ব্যুরো : দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ) সালাম খোকনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী প্রয়াত চাঁদ মিয়া’র ৫১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৮ সালের এই দিনে (২১ অক্টোবর) পরিবারের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশের আসল ঠিকানায় পাড়ি জমান মরহুম চাঁন্দ মিয়া।পেশায় ছিলেন একজন সফল পাট ব্যবসায়ী বলে এইইউজেড নিউজ২৪কে জানিয়েছেন তার ছেলে বিশিষ্ট সাংবাদিক সালাম খোকন। তিনি বলেন, তাঁর বাবা ১৯৪৪ সালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এলাকায় পাট ব্যবসা শুরু করেন। পাঁচ ভাই তিন বোনের জন্ম বলে জানিয়েছেন প্রয়াতের সুযোগ্য ছেলে সালাম খোকন।তার মার কাছে শুনেছে ছোট বেলায় এই বিশিষ্ট সাংস্কৃতিক কর্মীর এক বোন মারা যায়। তিনি আরও বলেন মা আমাদেরও ছেড়ে চলে গেছেন ১৯৯২ সালে। সবার বড়ো ভাই তিনিও চলে গেছেন ২০০১ সালে। তারপর ২০১১সালে চলে গেলেন সেঝো ভাই এই বলতে বলতে একবারে আবেগ্লাপুত হয়ে পড়েন সালাম খোকন। একে একে পরিবারের অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন এই সমাজ সেবকের সবাই।আজ মরহুম চাঁদ মিয়ার পৈত্রিক ভিটা ও সালাম খোকনের বাসভবনে মিলাদ ও মাহফিলের আয়োজন করেছেন বিশিষ্ট এই সাংবাদিক। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে জান্নাতুল ফেরদৌস নসীব কামনা করে সবার কাছে তাঁর প্রয়াত বাবার প্রতি বিদেহী আত্মার মাগফিতার কামনার দোয়া চেয়েছেন এটিএন বাংলার এই সিনিয়র স্টাফ রিপোর্টার।
নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী প্রয়াত চাঁদ মিয়া’র ৫১তম মৃত্যুবার্ষিকী আজ।
সারাদেশ
0 Views