আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: সাংবাদিক আরিফকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও রাহাতুল ইসলামকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। যা এরইমধ্যে কার্যকর হয়েছে।
এর আগে সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে কারাদণ্ড দেয়ার ঘটনায় বিসিএস প্রশাসন ক্যাডারের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়।
একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রেজাউল করিমকে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সূত্র : সময় টিভি