কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অত্যন্ত সফল ও জমকালোভাবে সম্পন্ন হয়েছে।
সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম, সিনিয়র সহসভাপতি মাহবুবুল হক, সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জামাল হোসেন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর আহম্মদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহজাহান।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ শ্রীহাস্য নেছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সম্মেলনটি হয়ে ওঠে দলের নেতাকর্মীদের মিলনমেলা।
নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ-সভাপতি আবু ইউসুফ ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় ও যুবদল নেতা আমজাদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবেদীন মজুমদার।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হামিদুল হক ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মেলনের সমন্বয়ক মিজানুর রহমান মজুমদার, এডভোকেট কামরুল হাসান এবং আবুল কালাম মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, মাস্টার সাইদুল হক, হুমায়ুন কবির দুলাল, শফিকুর রহমান বাবুল চৌধুরী ও আবদুল আওয়াল ফিরোজ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।