রাজধানী ডেস্ক, আজনিউজ২৪: নাগরিক টেলিভিশনে গঠিত হলো ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)র ইউনিট। আনন্দের বিষয় হলো এবারের ইউনিট চীফ ও ডেপুটি ইউনিট চীফ দুজনেই নারী সাংবাদিক। বেসরকারি টেলিভিশনটির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিন ও সিনিয়র রিপোর্টার ফারাহ্ বিলকিস যথাক্রমে উল্লেখিত পদে নির্বাচিত হয়েছেন।
এ স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিট গঠন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নিকুঞ্জে নাগরিক টিভি কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও নাগরিক টিভির সাংবাদিক এ কে এম সাখাওয়াত হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে নাগরিক টেলিভিশনের প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিনকে ইউনিট চীফ ও সিনিয়র রিপোর্টার ফারাহ বিলকিসকে ডেপুটি ইউনিট চীফ নির্বাচিত করা হয়।
নাগরিক টেলিভিশন হচ্ছে, ঢাকায় দ্বিতীয় কোন স্যাটেলাইট চ্যানেল, যেখানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট গঠিত হলো। সভায় ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে-বাংলাদেশের কোষাধ্যক্ষ দীপ আজাদ, ডিইউজের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, নির্বাহী পরিষদ সদস্য শাহনাজ পারভীন এলিস, রাজু হামিদ, ইউনিট চীফ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সাইখুল ইসলাম উজ্জ্বল উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।
সভায় ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, খুবই সেন্সেশনাল সেক্টরে কঠোর পরিশ্রম ও সার্বক্ষণিক কাজ করেও সম্প্রচার মাধ্যমের সংবাদ কর্মীরা যথাযথ পারিশ্রমিক ও মূল্যায়ণ পাচ্ছেন না। অবিলম্বে তাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা ও চাকরির নিরাপত্তা দিতে কর্তৃপক্ষে বাধ্য করতে হবে। প্রনয়ণ করতে হবে প্রয়োজনীয় আইন ও বিধি বিধান।
তিনি আরো বলেন, নাগরিক টেলিভিশনের গণমাধ্যম কর্মীরা যে সাহসিকতা দেখিয়েছেন, তা অনান্য গণমাধ্যমের জন্য অনুকরনীয় হবে। সম্প্রচার সাংবাদিকেরা ইউনিয়নের ছায়াতলে ইউনিট গড়ে ঐকবদ্ধ হতে পারলে সরকার বাধ্য হবে প্রয়োজনীয় আইন তৈরী করতে। ঘর থেকে আওয়াজ তুলতে পারলেই সম্প্রচার মাধ্যমের সংকট কাটানো সম্ভব হবে।
নাগরিক টেলিভিশনে ডিইউজে’র ইউনিট গঠন: ইউনিট চীফ ও ডেপুটি ইউনিট চীফ দুজনেই নারী সাংবাদিক
আজনিউজ২৪ :
0 Views