ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: নাইরেজিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। এছাড়াও বিস্ফোরণে প্রায় ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফরিনলয়ি এএফপি’কে বলেন, ‘ঘটনায় ‘এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে আরো অনেক লোক আহত হয়েছে। বিস্ফোরণে অনেক ঘরবাড়ি, লরি, গাড়ি ও মটরসাইকেল পুড়ে গেছে ‘
তিনি আরো জানান, বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ৫০টি ভবন ধ্বংস হয়েছে।
নাইজেরিয়ার জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন (এনএনপিসি) জানায়, একটি গ্যাস কেন্দ্রে স্তুপ করে রাখা গ্যাস বোতলে ট্রাকের ধাক্কায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতোই শক্তিশালী ছিল যে এতে পার্শ্ববর্তী অনেক ঘরবাড়ি ধসে পড়ে এবং এনএনপিসি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।