নরসিংদী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে জেলা প্রশাসনের প¶ থেকে হতদরিদ্র, দিনমজুর, ঋষিপাড়া ও নরসিংদী ভাগবত আশ্রম সহ বিভিন্ন পাড়ায় মহলায় ৫ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নেতৃত্বে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত তিনি এ কার্যক্রম চালিয়েছেন। হিজড়া স¤প্রদায়, ছিন্নমূলসহ দিনমজুরদের খুঁজে বের করে আগামী ৫ দিনের খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেন। কভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত না হওয়ার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয় ও দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে শিল্পপতি আঃ কাদির মোলা ৫ হাজার পিপিআই নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হস্তান্তর করেছেন। পিপিআই গুলো ডাক্তার, নার্স, সাংবাদিকসহ ঝুঁকিপূর্ন পেশায় যারা কাজ করছেন তাদেরকে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নরসিংদী জেলা প্রশাসকের নিকট ৫ হাজার পিপিআই হস্তান্তর। বিভিন্ন পাড়ায়-মহলায় ৫ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা
ঢাকা
0 Views