এইউজেডনিউজ২৪,নরসিংদী প্রতিনিধিঃ মাধবদী পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড রেডজোনের লকডাউন প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাধবদী পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন লকডাউন প্রত্যাহার করেন।
পৌর মেয়র মোশারফ হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ ইব্রাহিম টিটন, অতিঃ পুলিশ সুপার বেলাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, জেলা করোনা প্রতিরোধ কুইক রেসপন্স টিমের আহŸায়ক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহ্ আলম মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, যে ব্যবস্থাপনাটি এ এলাকায় গ্রহণ করা হয়েছিল তা সত্যিকার অর্থেই সফল হয়েছে। আমাদের জনগন অত্যš— আনন্দিত। তারা এ ব্যবস্থাপনাটির ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেছেন এ ব্যবস্থাপনা যদি সারা বাংলাদেশে হয় তবে নিশ্চয়ই বাংলাদেশে কোভিড- ১৯ ভাইরাস প্রতিরোধে সফল হতে পারবে। তিনি বলেন নরসিংদীতে এ পর্যš— যারা করোনায় মারা গেছেন তাদেরকে সম্মানের সহিত দাফন ও সৎকার সম্পন্ন করা হয়েছে। এ কাজে করোনা প্রতিরোধ কুইক রেসপন্স টিম, ¯^াস্থ্য বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস সহ অন্যান্য ¯ে^চ্ছাসেবকরা কাজ করেছেন। সবার শেষে মাধবদী পৌর এলাকার ৪ ও ৫নং ওয়ার্ডে করোনায় আক্রাš— পরিবারের কাছে জেলা প্রশাসনের প¶ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
উলেখ্য, মাধবদী পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডে ১৮ জন করোনায় আক্রাš— হওয়ায় গত ১১ জুন এলাকাটি লকডাউন ঘোষনা করা হয়েছিল।
নরসিংদীর মাধবদীতে আনুষ্ঠানিকভাবে লকডাউন প্রত্যাহার
ঢাকা
0 Views