নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে মান্নান নামে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিগঞ্জে যাত্রী নামিয়ে দিয়ে নরসিংদী আসার পথে তাকে ঘোড়াশাল ব্রীজের পাশে পুলিশ তাকে আটক করে। পুলিশ সিএনজি চালকের কাছে ৫শত টাকা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পুলিশ তাকে বেধরক মারধোর করে। এসময় মান্নানের ভাই মিলন পুলিশকে জানায় মান্নান অসুস্থ্য, তাকে না মেরে মিলনকে মারার আকুতি জানান। এসময় পুলিশ মিলনকেও মারধোর শুরু করে। এসময় মান্নান মাটিতে ঢলে পড়লে স্থানীয় লোকজন তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নরসিংদী-ঘোড়াশাল সড়ক অবরোধ করে।
এব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাহেদ আহমেদ জানান, নিহত মন্নান হার্টের রোগী ছিল। সিএনজি চালিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কালীগঞ্জ যায় এবং আসার সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
নরসিংদীতে পুলিশের বিরুদ্ধে সিএনজি চালককে হত্যার অভিযোগ
ঢাকা
0 Views