নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে নতুন ২৭জনসহ জেলায় সর্বমোট ৯২জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে ৯১ জন আইসোলেশনে, ১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে শুক্রবার তিন চিকিৎসকসহ ২৭ জনের পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলার ৬টি উপজেলায় ৯২ করোনা রোগী সনাক্ত হয়েছে।
জেলার প্রথম করোনা রোগী নারায়নগঞ্জ থেকে আক্রান্ত হয়ে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলাম পাড়ায় এসেছিলেন। তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ্য হয়ে চিকিৎসা শেষে শুক্রবার বাড়ি ফিরেছেন। বর্তমানে আক্রান্ত ৯১ জন আইসোলেশনে রয়েছে।
বিকাল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: ইব্রাহিম টিটন।
অপর দিকে সারা দেশের ন্যায় নরসিংদীতে দিন দিন করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংক দেখা দিয়েছে।
নরসিংদীতে নতুন ২৭ জনসহ ৯২জন করোনা রোগী সনাক্ত তমধ্যে ৯১ জন আইসোলেশনে, ১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন
ঢাকা
0 Views