নরসিংদী প্রতিনিধিঃ ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ জহির“ল আলম বাদী হয়ে পলাশ থানায় তাদের বির“দ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে।
গ্রেপ্তারকৃতরা হলো, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রমানিক (৫০), একই পত্রিকার স্টাফ রিপোর্টার শান্ত বণিক (৩৫) ও অনলাইন পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক খন্দকার শাহিন (৩২)।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল দুপুর ১২টার দিকে মামলার বাদি তার ফেসবুক আইডিতে ঢুকে দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার অনলাইন সংস্করণে ‘ঘোড়াশালে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা পুলিশের’ শিরোনাম ও নরসিংদী প্রতিদিনে ‘ঘোড়াশাল ফাঁড়িতে নেয়ার পর মৃত্যু, অভিযোগ পিটিয়ে হত্যা করেছে পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটোতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ও মামলার বাদী মোঃ জহির“ল আলমের বরাত দিয়ে একটি বক্তব্য প্রকাশ করা হয়। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপ¶ে মুঠোফোন কিংবা সরাসরি ওই সাংবাদিকরা পরিদর্শক মোঃ জহির“ল আলমের সঙ্গে যোগাযোগ না করেই তার বক্তব্য কোড করেছে। এতে স্থানীয় অটোচালক ও ইজিবাইক চালকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ ও বি¶োভ মিছিল করে। ফলে আইনশৃক্সখলার অবনতি ঘটে।
মামলার তদš— কর্মকর্তা পলাশ থানার পরিদর্শক (তদš—) হুমায়ুন কবির বলেন, মামলার প্রাথমিক তদšে— ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এরই প্রে¶িতে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নরসিংদীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, তিন সাংবাদিক গ্রেপ্তার
ঢাকা
0 Views