নরসিংদী প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ এড়াতে যেসব প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছে পুলিশ।
নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর পক্ষ থেকে রবিবার জেলার ৭টি থানা এলাকায় ২৯২ জন হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের কাছে ভিটামিন-সি যুক্ত ফলমূল পৌঁছে দেন পুলিশ সদস্যরা। ফলভর্তি ঝুড়ি হাতে পুলিশ দেখে চমকে ওঠেন কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরতদের পরিবারের সদস্যরা।
নরসিংদী সদর মডেল থানার ও.সি সৈয়দুজ্জামান জানান, প্রবাসীরা আমাদের ভাই। তারা এ সময়ে দেশে এসে কোনো অন্যায় করেননি। তবে বাস্তব কারণে তাদের পরিবার-পরিজন থেকে আলাদা হয়ে থাকতে হচ্ছে। তাদের উৎসাহিত করতেই পুলিশের এ উদ্যোগ। পর্যায়ক্রমে কোয়ারেন্টাইনে থাকা সবার কাছে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে। এর মাধ্যমে পুলিশ জানাতে চায়, জনতাই পুলিশ, পুলিশ ই জনতা।
জেলায় বিদেশ ফেরত ৭৭৯ জন হোম কোয়ারান্টাইনে ছিলো। তন্মধ্যে ২৩২ জনকে ছেড়ে দেয়া হয়েছে। আইন শৃক্সখলা র¶াকারী বাহিনী এলাকাবাসীকে জর“রী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহবান জানিয়ে জেলায় সর্বত্র মাইকিং করছেন। তারা বলছেন, ঘরের বাহিরে যাবেন না, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন।
নরসিংদীতে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের পুলিশের ফল উপহার
ঢাকা
0 Views