নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিন চিকিৎসকসহ ২৭ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৯২।
শুক্রবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, বৃহস্পতিবার রাতে বেলাবতে শ্বাসকষ্টে মো. নান্নু মিয়া (৫০) নামে একজন মারা গেছেন। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্থানীয়রা জানান, নান্নু মিয়া শ্বাসকষ্ট ও বুকের ব্যথায় ভুগছিলেন। তিন দিন আগে তিনি বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমের মধ্যে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘নান্নু মিয়া মাদকাসক্ত ছিলেন। তিন দিন আগে তিনি হাসপাতালে এসে চিকিৎসা নেন। তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।’