নরসিংদী প্রতিনিধি: লকডাউনের চতুর্থ দিনে নরসিংদীতে ব্যাপক তৎপরতা চালিয়েছেন আইন শৃক্সখলা র¶াকারী বাহিনী। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত¡াবধানে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে জেলার সর্বত্র।
রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ্ আলম মিয়া ও ক্যাপ্টেন ফেরদৌস এর নেতৃত্বে আইন শৃক্সখলা র¶াকারী বাহিনী নরসিংদী বাজার ও মাধবদীতে সচেতনতামূলক প্রচারনা চালায়। তারা সন্ধ্যার পরে কাউকে রাস্তায় পাওয়া গেলে তাদের বির“দ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও নির্দেশনা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ্ আলম মিয়া জানান, লকডাউন বাস্তবায়নে নরসিংদী জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছেন। জেলার প্রত্যেকটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে সেনাবাহিনী সহ আইন শৃক্সখলা র¶াকারী বাহিনী টহল জোরদার করেছে। কেউ অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হলে তাদের বির“দ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ইব্রাহিম টন জানান, জেলায় এ পর্যন্ত ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩ জন রয়েছেন নরসিংদী জেলা হাসপাতালের আইসোলোশনে এবং অপরজন রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে।
তিনি আরও জানান, করোনা সন্দেহে জেলার ৬টি উপজেলায় ৪৩৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
নরসিংদীতে আইন শৃক্সখলা বাহিনীর ব্যাপক তৎপরতা, জেলায় করোনা আক্রান্ত ৪ জন আইসোলোশনে
ঢাকা
0 Views