ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে নতুন করে ১১ জন মারা গেছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ৫৪। বিশ্বব্যাপী এই সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
নতুন করে ইতালিতে ৫, দক্ষিণ কোরিয়াতে ৪, জাপান এবং যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ জন করে।
চীনের স্বাস্থ্য কমিশনের হিসেবে, দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২০২ জন। এখন পর্যন্ত মোট মারা গেছে ২ হাজার ৯১২জন, আক্রান্ত ৮০ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৮ হাজার।
এদিকে চেক প্রজাতন্ত্র, স্কটল্যান্ড ও ডমিনিক রিপাবলিকে প্রথমবারের মতো করোনার অস্তিত্ব মিলেছে।
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে নতুন করে ১১ জন মারা গেছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ৫৪। বিশ্বব্যাপী এই সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক
0 Views