নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে পে কমিশনের রিপোর্ট দ্রুত প্রকাশ ও কার্যকর করার আহ্বান জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সামনে অবস্থান কর্মসূচিতে নেমেছেন শিক্ষা ভবনের কর্মকর্তা–কর্মচারীরা। রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকেই তারা অধিদফতরের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিলেও আমলাতান্ত্রিক জটিলতা আর সদিচ্ছার অভাবে বিষয়টি বছরের পর বছর ঝুলে আছে। তাদের দাবি, ২০১৫ সালেও পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবে রূপ পায়নি।
অনিশ্চয়তার মধ্যে থাকা কর্মকর্তা–কর্মচারীরা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন দাবি পূরণ না হলে তারা কলম বিরতিসহ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

