আগামী মাসে পরবর্তী প্রজন্মের ল্যঙ্গুয়েজ মডেল ‘জিপিটি ফাইভ’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বিষয়টি স্বীকার করে সম্প্রতি এক পডকাস্টে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বলেন, ‘আমরা শিগগিরই জিপিটি-ফাইভ প্রকাশ করতে যাচ্ছি।’ মডেলটির নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে কিছু না জানালেও তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ল্যাঙ্গুয়েজ মডেলটি আগের যেকোনো মডেলের তুলনায় অনেক বেশি যুক্তিশীল ও দক্ষ হবে।
ওপেনএআইয়ের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, নতুন মডেলটি হবে আগের জিপিটি এবং ও-সিরিজ মডেলের সমন্বিত রূপ। এর ফলে আলাদা করে মডেল বাছাই না করেও ব্যবহারকারীরা যেকোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। জিপিটি-ফাইভের তিনটি সংস্করণ উন্মুক্ত করা হবে। মূল, মিনি এবং ন্যানো নামে আসতে যাওয়া তিনটি সংস্করণেই ওপেনএআইয়ের এপিআই ব্যবহার করা যাবে।
জানা গেছে, জিপিটি ফাইভ মডেলটিতে আগের ও-থ্রি মডেল থেকে নেওয়া উন্নত যুক্তি বিশ্লেষণ ক্ষমতা যুক্ত করা হবে। এর ফলে মডেলটি আরও দক্ষভাবে মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে। জিপিটি-ফাইভ প্রকাশের আগেই ওপেন সোর্সনির্ভর আরও একটি এআই মডেল উন্মুক্ত করতে পারে ওপেনএআই।
ওপেন সোর্সনির্ভর এআই মডেলটি হবে মূলত ও-থ্রি মিনি মডেলের কাছাকাছি একটি সংস্করণ, যেখানে যুক্তি বিশ্লেষণের ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হবে। ফলে গবেষক, ডেভেলপার ও উদ্ভাবকেরা এআই মডেলটিকে উন্মুক্ত গবেষণা-সহায়ক মডেল হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন।
ওপেনএআই সর্বশেষ ওপেন সোর্স মডেল প্রকাশ করেছিল ২০১৯ সালে, যার নাম ছিল জিপিটি-টু।