হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: নতুন মহাপরিচালক দায়িত্ব নেয়ার পরদিনই ২৮ কর্মকর্তাকে রদবদল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৭ জুলাই) সকালে এই রদবদলের কথা জানানো হয়। এক প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা খাতের বর্তমান অবস্থার উন্নয়নের স্বার্থেই এই রদবদল করা হয়েছে। যেখানে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত চিকিৎসক ও উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
২৮ জুলাই বেলা ১১টার মধ্যে কর্মকর্তাদের পরিবর্তিত পদে যোগদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর