বেসরকারি স্কুল ও কলেজের পরিচালনায় গুরুত্বপূর্ণ রদবদল আনল শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব প্রতিষ্ঠানে উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তাঁর প্রতিনিধি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে গত ১৫ নভেম্বর আনুষ্ঠানিক পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এই নির্দেশনা জারি হয়েছে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’–এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, হাইকোর্টের রিট পিটিশন নং ১৬৭৫৭/২০১৫–এর প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর জারি করা সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী এডহক ও নিয়মিত কমিটি গঠনের পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেই স্থগিতাদেশের ফলেই অন্তর্বর্তী সময়ে ইউএনও ও ডিসিকে সভাপতির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি স্বাভাবিক ও বিধানিক কার্যক্রম পুনরায় চালু করা না পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সারা দেশের বহু বেসরকারি স্কুল-কলেজের প্রশাসনে তাৎক্ষণিক পরিবর্তন আসছে।

