ইন্টারন্যাশাল ডেস্ক: নতুন করে আবারও বিশ্বের কিছু দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সারাবিশ্বে কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ হাজার ৫৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৩ হাজার ৯৩৪ জনে।
গোটা বিশ্বে গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৯৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৬৭ লাখ ২৬ হাজার ২৭৮ জন।
সারা বিশ্বের করোনায় মোট মৃত্যু ও শনাক্তসহ সুস্থতার খবর রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার (৩০ অক্টোবর) এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৩০৭ জন। এ নিয়ে বিশ্বে মোট সুস্থের সংখ্যা ২২ কোটি ৩৫ লাখ ১৫ হাজার ৮০৪ জন।
এ সময়ে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৫৬ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৭২২ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৮০ হাজার ৪৬৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৯৭৯ জনে।
এদিকে রাশিয়াতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৩ জনের। এতে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২২০ জনে। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৮৪৯ জন। এতে মোট দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৮৪ লাখ ৩২ হাজার ৫৪৬ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এরপর দ্রুতগতিতে বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়লে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ২০২০ সালের মার্চে একে মহামারি হিসেবে ঘোষণা করে।