রাজধানী ডেস্ক: নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে তিন কলেজছাত্রী রাজধানীর মিরপুরের পল্লবী থেকে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তারা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
নিখোঁজ তিন শিক্ষার্থী হলেন— কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
এর মধ্যে নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, স্নেহা পল্লবী ডিগ্রি কলেজ ও কানিজ দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী।
এ ঘটনায় নিসার মা মাহমুদা আক্তার শুক্রবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে যাদের বিবাদী করা হয়েছে, তারা হলেন— তরিকুল, রকিবুল ও জিনিয়া। এর মধ্যে জিনিয়া টিকটকের পরিচিত মুখ। আর তরিকুল ও রকিবুল সহোদর।
অভিযোগে মাহমুদা জানান, তার মেয়ে নিসা ও তার দুই বান্ধবী কানিজ ফাতেমা ও স্নেহাকে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরছাড়া করেছে একটি নারী পাচারকারী চক্র। পরিবারের কাউকে কিছু না বলে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় সবাই নিজ নিজ বাসা থেকে একযোগে বের হয়। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে গেছে।
তাদের মহল্লার প্রতিবেশী তরিকুল, রকিবুল ও জিনিয়া এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।
নিখোঁজ হওয়া তিনজন বান্ধবী। তারা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার পর আজ শুক্রবার (১ অক্টোবর) পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ তিন ছাত্রীর একজনের মা।
লিখিত অভিযোগে বলা হয়, গতকাল একই সময়ে তার মেয়েসহ তিনজন নিখোঁজ হয়। তার মেয়ে বাসা থেকে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেকজন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে। তারা মিরপুর–১৪ এলাকায় বাস করে। ওই এলাকারই তিন ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিনজনকে অপহরণ করেছেন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, তিনজন নিখোঁজ হয়েছে এমন একটি অভিযোগ এসেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর ও যুগান্তর