স্পোর্টস ডেস্ক: মাহমুদউল্লাহদের পাশেই থাকছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। লংকানদের বিপক্ষে বাংলাদেশের হারের পর সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড পেজে ম্যাশ লিখেছেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে। দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।’
ব্যাটাররা দারুণ ব্যাট করেছেন। বোলাররাও সাধ্যমতো চেষ্টা করেছেন। তবে বাজে ফিল্ডিংয়ে হারের তেতো স্বাদ নিতে হয়েছে বাংলাদেশকে। শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু করেছে টাইগাররা। স্বাভাবিকভাবেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তারা।