রাজধানী ডেস্ক, এইউজেডনিউজ: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ মেলেনি। উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোটকেন্দ্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি। সিইসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার।
এ বিষয়ে জানতে চাইলে সিইসি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার ফিঙ্গার প্রিন্ট ৮-৯ বছর আগের। ঘামে ভেজা থাকায় হয়তো মেলেনি, পরে এনআইডি দিয়ে ভোট দিয়েছি। অনেকেই এই সমস্যায় পড়তে পারেন। তবে ভোট না দিয়ে কেউ যাবেন না। আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থায় ভোট দেয়া যাবে।
তিনি আরও বলেন, কারও ফিংগার প্রিন্ট না মিললেও ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। সেভাবে তারা ভোট দিতে পারবেন। সূত্র : টিভি চ্যানেল ২৪